Online Bank Payza Account Bangladesh থেকে খোলার উপায় এবং ভেরিফিকেশন করার নিয়ম ও ব্যাংক একাউন্ট ভেরিফাই ও সংযুক্ত করার নিয়ম ।



Online Bank Payza Account Bangladesh থেকে খোলার উপায় এবং ভেরিফিকেশন করার নিয়ম ও ব্যাংক একাউন্ট ভেরিফাই ও সংযুক্ত করার নিয়ম ।

বিসমিল্লাহির রহমানির রহীম


সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি.

একদম ফ্রিতে. সবার জন্য



##Online Bank Payza Account Tutorial । ##

আমরা সবাই জানি যে অনলাইনে আয়কৃত টাকা উঠানোর ক্ষেত্রে পেপাল একটি শ্রেষ্ট কম্পানি কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে পেপাল নেই কিন্তু বাংলার দামাল ছেলেরা কারো উপর বরশা করে বসে থাকেনা । তারা পেপালকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে  । বর্তমানে  পেপালের অনেকগুলো বিকল্প রয়েছে কিন্তু আমার মতে পেজা একটি সেরা বিকল্প কারণ পেইজা আপনাকে যে সুবিধা দিচ্ছে অন্য কোনো কম্পানি আপনাকে এত সুবিধা দিবে না । তাছাড়া অন্যান্য কম্পানির তুলনায় পেজাতে সাশ্রয় রয়েছে ।  Payza তে খরছ অনেক কম ।
বিশ্বের প্রায় ৯০ টির বেশী দেশে পেইজা কার্যক্রম আছে, সেই হিসাবে বাংলাদেশে এর আঞ্চলিক অফিস আছে। পেইজা একাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নই।

**Payza account থাকার সুবিধাঃ 

 

  1. Online Bank Payza Account থাকলে অনলাইনে আয়কৃত টাকা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন ।
  2. অনালাইনে আয়কৃত টাকা ATM  বুথের মাধ্যমে তুলতে পারবেন । ( মাস্টার কার্ড দিয়ে )
  3. একটি ইন্টারন্যাশনাল মাস্টার  কার্ড পাচ্ছেন ।
  4. Payza Account থেকে  Payza Account  তে টাকা পাঠাতে পারবেন ।
  5. Bkash দিয়ে টাকা  যোগ করতে পারবেন ।
  6. Bangladesh Comercial Bank  দিয়ে টাকা  যোগ করতে পারবেন ।
  7. ডলারকে টাকা হিসেবে তুলতে পারবেন ব্যাংকের মাধ্যমে ।
  8. Payza Account এর ডলারকে টাকা হিসেবে ATM  বুথের মাধ্যমে তুলতে পারবেন ।
  9. মাস্টার কার্ডের মাসিক ও বার্ষিক কোনো চার্জ নেই ।
  10. মাস্টার কার্ড দিয়ে ফেসবুকে ও গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন ।
  11. অনালাইনে শপিং করতে পারবেন ।
  12. আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য Godaddy,namecheap etc থেকে ডোমাইন নিতে পারবেন ।



    Payza Account খোলার নিয়মঃ

     




    **ধাপ ১ ।  প্রথমে এই লিঙ্কে যান ।

     তারপরে Sign Up অথবা Get your Personal Account Now তে ক্লিক                  করুন একদম নিচের ছবির মত Mouse ফলো করেন ।
      




    **ধাপ ২ । তারপরে Country বাংলাদেশ দিয়ে  personal এ ক্লিক করুন





    **ধাপ ৩ । তারপরে নিচের মত একটা ইন্টারফেস আসবে   । salutation মানে উপাধি ,আপনার                             salutation যেটা সেটা দিবেন । First Name এ আপনার নামের প্রথম অংশ । Last Name এ                    আপনার নামের  দ্বিতীয় অংশ । তারপরে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিন ।  

    ***Note : আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযাই সবটা দিতে হবে ,না হয় আপনার Payza Verification  হবে না 
    _________________________________________________________________________________

     FREELANCING করার জন্য সঠিক গাইড লাইন [Bn-Teamitwork]

    _________________________________________________________________________________



    **ধাপ ৪ ।  তারপরে আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠাবে ,লিঙ্কে ক্লিক করে ইমেইলটা ভেরিফাই করে নিবেন

    **ধাপ ৫ । ইমেইল Verify হলে নিচের মত একটা ইন্টারফেস আসবে  , তারপর বাম পাশ থেকে Complete Profile এ ক্লিক করে  আপনার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিবেন  ,আমি জানি             আপনারা   পারবেন তাই আর বিস্তারিত বললাম না ।





    **পেইজা একাউন্ট ভেরিফাই করার নিয়ম ( How To verify Payza Account )

     


    *একউন্টটি অবশ্যই ভেরিফাই হতে হবে। কেননা, ভেরিফাই করা না হলে আপনি পেইজা হইতে আপনার অর্থ ব্যাংকে ডিপোজিট কিংবা উত্তোলন করতে পারবেন না। একাউন্ট ভেরিফাইও খুব একটা কঠিন কাজ নই। একাউন্ট ভেরিফাই করতে...........
    আপনার নামের পাশে একটা এরো চিহ্ন দেখতে পাবেন ওটাতে ক্লিক করলে একটা ফ্লাট মেনু দেখতে পাবেন তারপরে Verification এ ক্লিক করুন  >Document Validation  এ ক্লিক করুন ।
    National Id Card বা passport যেটা আপনার জন্য সুবিধা সেটা সিলেক্ট করুন । ওইটার নাম্বার দিন ।
    তারপরে NID এর পেছনের অংশ আপ্লোড করতে হবে । ফটোশপ দিয়ে ইডিট করতে পারেন ।
    তারপরে আপনার ছবি আপ্লোড করতে হবে ,তবে সাবধান যার আইডি তার ছবি হতে হবে । সাবমিট করলে  Payza Account ২-৩ দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে ।

    ***ভেরিফাই না হওয়ার কিছু কারণঃ
    1. অস্পষ্ট ডকুমেন্ট বা ছবি আপ্লোড করলে
    2. একাউন্টের নামের সাথে ডকুমেন্টের নাম মিল না থাকলে
    3. ভুল তথ্য বা ইনফরমেশান  দিলে  
    সাধারণত উপরে উল্লেখিত কারণে  Payza Account ভেরিফাই হয় না । আর যদি  Payza Account ভেরিফাই না হয় আপনি লাইভ সাপোর্টে কথা বলেন ।


    পেইজা প্রিপেইড কার্ড ( Payza prepaid card )

    পেইজা আপনাকে অসাধারণ একটা সুবিধা দিচ্ছে । এই প্রিপেড কার্ডের মাধ্যমে অনলাইন উদ্যোক্তাদের ঝামেলার অবসান ঘটলো । মাত্র ১৬০০ টাকা খরছ করে আপনি  Payza Account  থেকে একটি কার্ড পেতে পারেন । তাছাড়া মাসিক ও বাৎসরিক কোনো ফী নেই । কার্ডটি পেতে Wallet এ ক্লিক করুন , prepaid card এ ক্লিক করুন তবে তার আগে একাউন্টে $19.95 বা ১৬০০ টাকা এড করুন তারপরে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন । আপনার বাসার ঠিকানায় কার্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ।


    **কিভাবে ব্যাংক একাউন্ট ভেরিফাই ও সংযুক্ত করবেন?***

     


    শুধু ব্যাংক একাউন্ট সংযুক্ত করলেই হবে না সেটি ভেরিফাই হতে হবে। পেইজা একউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত না থাকলে আপনার ব্যাংক একউন্ট যুক্ত করে নিন এখনি। এই জন্য Bank Accounts > Add Bank Account অংশে ক্লিক করে আপনার ব্যাংকের যাবতীয় তথ্যাদি দ্বারা পূরন করে নিন।
    ব্যাংক একাউন্ট যুক্ত করা হলে আপনার পেইজা একাউন্ট হতে ক্ষুদ্র পরিমান অর্থ (যেমন: ০.১০ কিংবা ০.২৫ ডলার) আপনার ব্যাংক একাউন্টে প্রেরন করা হবে। এই ক্ষেত্রে অাপনার ব্যাংক স্টেটমেন্ট হতে জেনে নিন কত পরিমান অর্থ পেইজা হতে জমা হয়েছে। সুতরাং সেই পরিমানের অর্থ/সংখ্যাটি পরবর্তীতে আপনার পেইজা একউন্টে উল্লেখ করে দিলেই ব্যাংক একাউন্ট ভেরিফাইড হিসাবে সংযুক্ত হয়ে যাবে।

    পেইজা হইতে কিভাবে অর্থ ব্যাংক একাউন্টে উইথড্র করবেন?


    Wallet > Withdraw Funds অংশে যান > অাপনি কোন অপশনের মাধ্যমে উইথড্র করবেন যেমন-
    Over the Bank Counter- এখানে সরাসরি ব্যাংক কাউন্টার হইতে টাকা উঠাতে শুধুমাত্র ৫০/- খরচ হবে। তবে এটা সব জেলাতে কাজ হবে না। ঢাকাতে কমার্স ব্যাংক এই সুবিধা প্রদান করে থাকে। তাই এই ক্ষেত্রে আপনাকে Bank Transfer অপশনটি বাছাই করতে হবে। সেখানে এমাউন্টের পরিমান/বিবরন লিখে কনফার্ম করলেই ৪/৫ দিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে অর্থ জমা হবে। এই ক্ষেত্রে ২৪০/- সার্ভিস চার্জ কর্তন যাবে। এই ক্ষেত্রে বড় এমাউন্ট লেনদেনের দিক হতে ভাল হয়।
    এই যেমন- ৪-৫ দিন পূর্বে আমার একাউন্টে বিভিন্ন সাইট হতে আয়কৃত অর্থ বাংলাদেশী টাকাতে প্রায় ২,০৪৫/- জমা হয় সেখান হতে আমার ইসলামী ব্যাংক একাউন্টে ট্রান্সফার করলে ২৪০/- টাকা বাদ দিয়ে ১৮০৫/- টাকা জমা হয়েছে।


     



    *** টিউনটি পড়ে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনি এটি  ফেসবুক, গুগল প্লাস, টুইটারে   শেয়ার করতে ভুলবেন না  ***

    ##বিশেষ দ্রব্যস্টঃ   সবচেয়ে সহজ ভাবে , একদম ফ্রীতে, পরিস্রম করে.. 
    কিভাবে এফিলিয়েট প্রোগ্রাম/এফিলিয়েশন //মার্কেটিং  করে ইনকম/আয় করবেন , সমপুর্ণ টিউটোরিয়াল
    ধারাবাহিক ভাবে পোষ্ট পাবলিশ করা হবে/হচ্ছে আমাদের  Bn-TeamITwork ওয়েবসাইটে।

    ## সকল পোষ্ট পেতে আমাদর সাথে এক্টিভ থাকনুন ধন্যবাদ। ##

     


     



     

     





    Post a Comment

    [facebook][blogger]

    MKRdezign

    Contact Form

    Name

    Email *

    Message *

    Powered by Blogger.
    Javascript DisablePlease Enable Javascript To See All Widget
    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।