ফ্রিতে ইন্টারন্যাশনাল পেওন্যার মাষ্টার কার্ড (Payoneer Master Card) নিয়েনিন ঘরে বসে সাথে $25 বোনাস সহ ... আরো অন্যান্য টিপস

ফ্রিতে ইন্টারন্যাশনাল পেওন্যার মাষ্টার কার্ড (Payoneer Master Card) নিয়েনিন ঘরে বসে সাথে $25 বোনাস সহ ... আরো অন্যান্য টিপস


Payoneer MasterCard

আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন? 
আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন এবং সাথে $25 ডলার বোনাস সহ ।   Payoneer Master Card আপনার কি কাজে লাগবে সংক্ষেপে বলতে গেলে এটা দিয়ে আপনি অনলাইন শপিং করতে পারবেন, অনলাইন বিল উত্তোলন ও প্রদান করতে পারবেন, অনলাইনে অর্জিত টাকা উত্তোলন করতে পারবেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে অর্জিত টাকা উত্তোলন করেতে পারবেন, অনলাইনে মিউজিক সিডি, ল্যাপটপ, সফটওয়্যার, জুয়েলারী, বই, বিভিন্ন গিফট, ডোমেইন, হোস্টিং স্পেসসহ আরো অন্যান্য অনলাইন শপিং এর কাজে এই কার্ড ব্যবহার করতে পারবেন।  এছাড়া ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু, সেভেন সার্চ সহ অন্যান্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে এই কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া বাহিরের যে সকল মার্কেট প্যালেসে কাজ করেন সেই সকল মার্কেট প্যালেস সহ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে পেমেন্ট আনার সহজ উপায় হলো Payoneer Master Card  যেমন- ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ফাইভার, ম্যাক্সবান্টি, ক্লিকসিওর, ক্লিকব্যাংক, রবোফরেক্স ইত্যাদি এই সকাল সাইট থেকে টাকা এনে আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকের ATM Both সহ পৃথীবির ২০০টির ও বেশি দেশে যে কোন ATM Both থেকে টাকা ($) উত্তোলন করতে পারবেন। বেশি কথা না বলে কাজে চলে যাই......

বর্তমানে মাস্টার কার্ড পতে আপনার যে দুইটি জিনিস লাগবে।
১) বাংলাদেশের যে কোন ব্যাংকের একটি ব্যাংক একাউন্ড।
২) NID (জাতীয় পরিচয় পত্র) অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট।

এখন ধরুন আপনি জাতীয় পরিচয় পত্র দিয়ে মাস্টার কার্ড এর জন্য আবেদন করবেন। সে ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্ড এর নাম/নামের বানান একই হতে হবে। যদি নাম/নামের বানান এক রকম না হয় তা হলে সমস্যাই হবে।

প্রথম ধাপে আপনার ব্যাংক একাউন্ড লাগবে ব্যাংক একাউন্ড ছাড়া আপনি প্রথম ধাপ উত্তিন্ন হতে পারবেন না। 
ধাপ - ১


Sign Up & Earn $25* এ ক্লিক করুন ....

ক্লিক করার পরে যে ফরমটি আসবে সেই ফরমটির Individual টি  সিলেক্ট করে  আপনার  জাতীয় পরিচয় পত্র (NID) এবং ব্যাংক একাউন্ড মোতাবেক ফরমটি পূরুন করুন।  সকল ইনফোরমেশন ঠিক মত দিয় Next বাটনে ক্লিক করুন .....


এখান যে পেজটি আসবে সেখানে আপনার ঠিকানটা দিবেন এমন ভাবে যেন আপনাকে ঐ ঠিকানায় এসে খুজলে পাওয়া যায়, কারন আপনার এই ঠিকানয় মাস্টার কর্ডটি আসবে.....
যেই দুইটি ঘরে আপনার এড্রেস লেখবেন সেখানে ৩০+৩০=৬০ ক্যারেক্টার এর বেশি লেখা যায় না। সে ক্ষেত্রে প্রথম ঘরে আপনার গ্রমা এবং পোষ্টঅফিস এর নাম লেখুন, ২য় ঘরে থানার নাম লেখুন (মূল কাথা হলো এই দুইটি ঘরে মিল করে আপনার গ্রাম, পোষ্ট এবং থানার নাম লেখতে হবে)।তার নিছে যে দুইটি ঘরCity = আপনার নিজ জেলার নাম সঠিক ভাবে লেখুনPostal/Zip Cod = আপনার পোষ্ট অফিস এর ৪ সংখ্যার কোড নম্বরটি সঠিক ভাবে লেখুন (জানা না থাকলে পোষ্ট অফিসে গিয়ে জেনে আসুন)।(এখান কার যদি কোন ইনফরমেশন ভুল করেন আপনার মাস্টার কাডটি পাবেন না্ তাই সাবধান)
নিচের ফরম টি পূরন করে Next বাটনে ক্লিক করুন....

নিচের ফরম টিতে আপনার পাসওয়ার্ড  এবং সিকিউরিটি কোর্সেন নামটি দিয়ে পূরন করে Next বাটনে ক্লিক করুন....
(বি:দ্র:=>  ইমেল এড্রেস, পাসওয়ার্ড, এবং সিকিউরিটি কোর্সেন এই গুলো অবশ্যই মনে রাখতে হবে )




এখানে আপনার  ব্যাংক একাউন্ড এর  ইনফরমেশন দিন


SUBMIT এ ক্লিক করার পরে আপনাকে নিচের এই ম্যাসেজটি দেখাবে।
এখানে বলা হয়েছে আপনার একাউন্ডটি এখন রিভিউতে আছে। এই রিভিউর মাধ্যমে তার আপনার ব্যাংক একাউন্ড যাছাই করবে। আপনার ব্যাংক একাউন্ড যদি ঠিক থাকে তাহলে তারা ২ থেকে ৫ দিনে মধ্যে আপনার একাউন্ডটি এপ্রুভ করে দিবে। সেঠি আপনাকে ই-মেইল করে জানিয়ে দিবে।
এখন আপনার একাউন্ড তৈরি কাজ শেষ........ এখন মাস্টার কার্ড পাওয়ার পালা।

-------*****--------*****--------***-------***------
ধাপ - ২
-------*****--------*****--------***-------***------

এখান আপনার একাউন্ডে ডুকার জন্য উপরের দিকে ডান কোনায় Login এ ক্লিক করুন.....



তার পর আপনার ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগিং(Login) করুন.......নিছের মত করে




লগইন করলেই নিচের মত একটি পেজ আসবে সেখানে দুটি প্রশ্ন সিলেক্ট করুন, এবং সাথে তার উত্তর দিন।
(বিদ্র:- উত্তর গুলো অবশ্যই মনে রাখতে হবে --- কখনো যাদি একাউন্ডটি সমস্যা হয় অথবা অন্য কেউ আপনার একাউন্ড নিয়ে যাওয়ার চেষ্ট করে তখন প্রয়োজন হবে)


এখন আপনার সকল ইনফোরমেশন তারা রিভিউ করবে......
আপনার ব্যাংক একাউন্ড এর ইনফরমেশন ঠিক থাকলে নিছের মত একটি ইমেল দিয়ে আপনাকে যানিয়ে দিবে....আপনার এাকাউন্ড এপ্রুভ হয়েছে।


একাউন্ড এপ্রুভ হওয়ার পর আপনার পেওন্যার একাউন্ড ডেসবোর্ড নিছের মত দেখবেন......

এখন হলো আপনার মাস্টার কার্ডে জন্য আবেদনের পালা......
মাস্টার কার্ডে আবেদন এর জন্য নিছের ছবিটির ডান পাসে উপরে তাকান Order Card অপশনে ক্লিক করুন



তারপর নিছের মত একটি পেজ আসবে......

এখানে আপনি National ID সিলেক্ট করুন এবং আপনার নাম National ID নম্বর সহ আপনি কোন এড্রেসে কার্ড  পেতে চান তা সঠিক ভাবে পূরন করুন। 
সকল তথ্য সঠিক ভাবে দেওয়ার পরে ORDER এ ক্লিক করুন।

এখন হলো কার্ড National ID Card সাবমিট করার পালা..

তার জন্য প্রথমে Receive নামের মেনুতে ক্লিক করুন > তার পর Global Payment Service এ ক্লিক করুন। এখন Global Payment Service পেজ এর নিচের দিকে লক্ষ করুন Proof of Identity লিংকে গিয়ে আপনার আইডি কার্ডটি  সাবমিট করতে হবে......

কি ভাবে আইডি কার্ড  আপলোড করতে হবে তার একটি ডেমো দিয়ে দিলাম নিছে.........

সকল কিছু ঠিক থাকলে ৩ থেকে ৫ দিনে মধ্যে আপনাকে যানিয়ে দিবে কত তারিখের মধ্যে আপনার এড্রেসে আপনার মাস্টার কার্ডটি পেতে পারেন....


এখন আপনার একাউন্ডটি নিচের মত দেখাবে.........

এখন আপনাকে ২০ থেকে ২৫ দিন অপেক্ষা করতে হবে মাস্টার কার্ড সহ একটি চিঠি পাওয়ার জন্য সেই মাস্টার কার্ড টিতে একটি নাম্বার দেওয়া থাকবে তা দিয়ে মাস্টার কার্ডটি একটিভ করতে হব ............

চিঠি টি পাওয়ার জন্য ৫ থেকে ১০ দিন পরে আপনি আপনার পোষ্ট অফিসে গিয়ে পোষ্ট মাস্টারে সাথে যোগাযোগ করুন তবেই সে গুরুত্ব সহকারে আপনার চিঠি টি খোজ করে আনবে....... তাতে যাদি আপনি তাকে ৫০/১০০ টাকা দেন ক্ষতি কি ।

-------*****--------*****--------***-------***------

ধাপ - ৩
-------*****--------*****--------***-------***------

এখন ধরুন আপনার চিঠি টি এসেছে চিঠি টি দেখতে ঠিক এমন হবে । নিছের ছবির মত হবে........


এখন কার্ডটি  Active করার জন্য প্রথমে আপনার একাউন্ডে প্রবেশ করুন । তার পরে Card Activation আইকনে ক্লিক করুন। নিচের ছবির মত..........




Card Activation এ ক্লিক করার পরে যে ৩টি ঘর আসবে তার প্রথম ঘরে আপনার মাষ্টার কার্ডের নাম্বার লিখুন, দ্বিতীয় ও তৃতীয় ঘরে চার সংখ্যার চারটি পিন কোড দিন, যেটি সব সময় আপনার টাকা উত্তোলন করতে গেলে দরকার হবে। নিচের ছবিতে দেখুন.....




এখন আপনার একাউন্ড Activation এর কাজ শেষ। এখন সুধু ডলার অপলোড/রির্চাস করবেন...........

তবে একটি কথা মনে রাখবেন মাস্টার কার্ড একটিভ করার পর ৩মাসের মধ্যে ডলার লোড না করলে আপনার মাস্টার কার্ড সহ একাউন্ডটি (ব্লক)বাতিল হয়ে যাবে ....... তাই সাবধান বুজে শুনে একাউন্ড খুলবেন। আপনার ঐ আইডি কার্ড  দিয়ে আর কোন একাউন্ড খুলতে পারবেন না।

প্রয়োজনীয় পরামর্শ কারো মাস্টার কার্ড আসতে সমস্যা হলে Contact Us  এই লিংকে গিয়ে যোগাযোগ করুন। এই লিংকে গিয়ে আপনি তিন রকমে যোগাযোগ করতে পারবেন যেমন :-  ‍Message, Live Chat এবং Call আমার সাজেসন হলো Live Chat এ যোগাযোগ করা সবচাইতে ভালো )


(বি: দ্র:-  US এর যে কোন পেমেন্ট সার্ভিস থেকে ১০০ ডলার লোড করলেই ২৫ ডলার বোনাস পাবেন। আপনি ইচ্ছা করলে পরবর্তিতে যে কোন এটিএম বুথ থেকে এই টাকা তুলে নিতে পারবেন। US পেমেন্ট সার্ভিস গুলো হলো :- ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ফাইভার, ম্যাক্সবান্টি, ক্লিকসিওর, ক্লিকব্যাংক,ইত্যাদি.........এই ধরনের আরো শত শত ওয়েভ সাইট আছে যে কোন একটি সাইট থেকে ডলার লোড করলেই হবে ।)

কোন কিছু বুজতে সমস্যা হলে হলে নিছে কমেন্ট এর মাধ্যে জানাবেন আমি যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।




আমার লেখা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা হলে অবশ্যই নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন.....

Post a Comment

বর্তমান সময়ে (২০১৯ সালে) পেওনিয়ার খুব শক্ত ভাবে তাদের ব্যাবসায়িক নিয়োম নীতি গুলোকে আনুসরন করে চলেছে যা পূর্বে কখনই ছিল না। সেই ধারাবারিকতায় বর্তমান সময় কেউ আর তেমন ভাবে পেওনিয়ার কার্ডের অর্ডার করলেও এপ্রূভাল পাচ্ছে না। তাই নিদ্রিষ্ট কিছু সুবিধা তুলে ধরা হলো যে- সুবিধা গুলোর উপর ভিত্তি করে আপনাকে ক্রয় করতে হতে পারে একটি পেয়নিয়ার মাষ্টার কার্ড সহ পেওনিয়ার একাউন্ট।
বিস্তারিতঃ কেনো আপনি Payoneer Master Card -সহ একাউন্ট ক্রয় করবেন ?

[facebook][blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget
লাইক এবং ম্যাসেজ করুন
×
_

নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।