Latest Post

সোস্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যম সমূহ সম্পর্কে জানুন।


সোস্যাল মিডিয়া কি?

=> সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে স্যোসাল মিডিয়া।
=> একসময় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলো চিঠি। ডাকপিয়নের সেকি কদর। কখন আসবে প্রিয়তমার হাতের লেখা ভালোবাসার চিঠি। ইন্টারনেট প্রযুক্তির ফলে বিশেষতঃ মোবাইল ব্যবহারে এ্যান্ডয়েড ফোন প্রযুক্তির উন্নয়ন ও এর ব্যবহার তথ্য ও যোগাযোগ মাধ্যমকে এমন এক পর্যায়ে আনা হয়েছে যে পৃথিবী এখন আপনার হাতর মুঠোয়।
=> স্যোসাল মিডিয়াকে অনেকেই অনেকভাবে উপস্থাপন করেন। যেমনঃ
স্যোসাল মিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক অনেক গুলো এ্যাপ্লিকেশনের সমষ্টি যেগুলো ওয়েব দুনিয়াকে আরো বাস্তবসম্মত ও প্রযুক্তি সম্পন্ন করে তুলেছে এবং যা ব্যবহারকারীকে তাদের নিজস্ব জগৎ সৃষ্টি এবং পারস্পরিক বিনিময় করতে সুযোগ প্রদান করে। গ্রহনযোগ্য সংজ্ঞা দিয়েছেন মাইকেল হেনলেন এবং  এনড্রিয়াস কাপলান।
>>> এছাড়া সোস্যাল মিডিয়া সম্পর্কে  বিস্তারিত ঘুরে আসতে পারেন => http://en.wikipedia.org/wiki/Sosial_media

SMM (Social Media Marketing) সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? 

=>মন্তব্যঃ ১। স্যোসাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ব্যক্তিগত, ক্ষু্দ্রব্যবসা, বৃহৎ ব্যবসা এবং অলাভজনক প্রতিষ্ঠানের সমন্বিত প্রচার মাধ্যম প্রক্রিয়া।সমন্বিত মার্কেটিং যোগাযোগ হচ্ছে একটি অসাধারন মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই কোন প্রতিষ্ঠানের টার্গেট মার্কেটে তাদের পন্য সম্পর্কে প্রচার করা যায়।সমন্বিত মার্কেটিং যোগাযোগের প্রধান উপাদান হচ্ছে এ্যাডভার্টাইজিং, ব্যক্তিগত বিক্রয়, পারস্পরিক সম্পর্কোন্নয়ন, প্রচার, সরাসরি মার্কেটিং এবং সেলস প্রমোশন।
স্যোসাল মিডিয়া মার্কেটিং প্রোগ্রাম সাধারনত পাঠক বা ব্যবহারকারীকে আকর্ষন বা উদ্বুত করে কোন তথ্য অন্যদের সাথে স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানাতে।একটি ব্যবসায়ীক বার্তা ব্যবহারকারী থেকে ব্যবহারকারীর কাছে পৌছে যায় এর দ্বারা।শুধু তাই নয়, এটি অন্যসকল এ্যাডভার্টাইজিং মাধ্যম থেকে অধিক কার্যকর।স্যোসাল মিডিয়া মার্কেটিংকে প্রকাশ করা হয় SMM (Social Media Marketing) বা SMO (Social Media Optimization) এর মাধ্যমে।

=>মন্তব্যঃ ২। সোস্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং পদ্ধতি, যেখানে অনলাইনে নিজস্ব ওয়েব সাইট, পন্য, সার্ভিস ইত্যাদি ফলপ্রসুভাবে প্রমোট করা যায়। অনলাইনে নিজস্ব ওয়েব সাইট বা পন্যের তথ্য প্রচারের অনেক মাধ্যম রয়েছে। তন্মধ্যে, সোস্যাল মিডিয়া মার্কেটিং খুবই- কার্যকর একটি পদ্ধতি যেখানে খুব সহজেই দ্রুততার সাথে নিজস্ব সাইট/পন্য/সার্ভিসসমূহের প্রচারণা চালানো যায়।

=>মন্তব্যঃ ৩। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে সোশ্যাল প্লাটফর্ম গুলোতে বিজনেস প্রমোট করাকে বুঝায়। যেমনঃ Facebook, Twitter, Google Plus, Linkedin, Pinterest, Instagram এবং Tumblr এর মতো প্ল্যাটফর্ম গুলোতে নিজের বিজনেস প্রমোট করার একটি বিশাল সুযোগ রয়েছে। SMM এর মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার বিজনেস এরিয়া বৃদ্ধি করতে পারবেন।

=>মন্তব্যঃ ৪। যে মাধ্যমে অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিয়ে নিজের ওয়েবসাইট, পন্য অথবা সার্ভিস সমূহের প্রচার প্রচারনা করা যায় তাকে সাধারণ ভাষায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। আর যে সকল সাইট এর সাহায্য এই মার্কেটিং করা হয়ে থাকে তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যম সমূহ  বলে। অনলাইনে নিজের ওয়েবসাইট, পণ্য, সেবা বা কোন বিষয়ের প্রচার প্রচারনার জন্য রয়েছে নানা মাধ্যম যেগুলার মধ্য সোস্যাল মিডিয়া মার্কেটিং খুবই সহজ এবং কার্যকর একটি পদ্ধতি যেখানে খুব সহজেই ওয়েব সাইটের প্রচারণা চালানো সম্ভব হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রধান উদেশ্য হল বিভিন্ন প্লাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিংকডইন, পিন্টারেস্ট এবং আরো অনেকগুলোতে টার্গেটেড সোশ্যাল মিডিইয়াতে তাদের নিজেদের প্রচার বৃদ্ধি করে মার্কেটিং এর লক্ষ্যকে পুরন করা।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধাঃ


  • আপনার চাহিদা অনুযায়ী দর্শক, শ্রোতা, ভোক্তা ও ক্রেতার কাছে আপনার পন্য খুব দ্রুত পৌছাতে পারবেন।
  • আপনার বিজনেস ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে পারবেন।
  •  এক সাথে আপনি লক্ষ লক্ষ ক্রেতার কাছে আপনার পন্যের গুনগত মান তুলে ধরতে পারবেন।
  •  নিয়মিত ক্রেতা ধরে রাখতে পারবেন এবং প্রতিদিন নতুন ক্রেতার সমন্বয় ঘটাতে পারবেন।
  •  আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে এটি একটি সুফলদ্বায়ী উদ্যোগ।
  • এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ সংখক মানুষের কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন পৌছাতে পারবেন।
  •  আপনি চাইলে নির্দিষ্ট একটি মার্কেট সেগমেন্ট টার্গেট করে বিজনেস করতে পারবেন।
  •  আপনি যদি নির্দিষ্ট কোন বয়সের ক্রেতার কাছে  আপনার বিজ্ঞাপনটি পৌছাতে চান, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যমেই তা সম্ভব।
  •  অতি অল্প খরচে বিজ্ঞাপন প্রচার করে অধিক সংখ্যক ক্রেতার সংস্পর্শে পৌছানো ক্ষেত্রে
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভূমিকা  দিন দিন বাড়ছে।


সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুইটি উপায়ঃ


১/ পেইড মার্কেটিংঃ  সোশ্যাল মিডিয়া কতৃপক্ষকে ডলার প্রদানের মাধ্যমে করা হয়। বিজনেস পেজ লাইক বৃদ্ধি করা বা প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্য ধরনের পোস্ট টার্গেটিং এর মাধ্যমে বুস্ট করা ইত্যাদি। প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়ার পেইড সার্ভিস রয়েছে।
>>>(বিজনেস পেজে লাইক বৃদ্ধি করতে আমাদের সাথে যোগাযোগ করুন)<<<

২/ অরগানিক মার্কেটিংঃ রেগুলার পোস্ট, লিঙ্ক শেয়ার, গ্রুপ মার্কেটিং ইত্যাদি। তবে এখানে কন্টেন্ট অপটিমাইজেশন খুব বেশি গুরুত্বপূর্ন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যম সমূহ সংক্ষিপ্ত আলোচনা।


নিম্নে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবথেকে জনপ্রিয় কয়েকটি মাধ্যম সম্পর্কে আলোচনা করা হোল।

 ফেসবুক মার্কেটিং সার্ভিস

বর্তমান সময়ে পৃথিবীর প্রাই প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারির কাছে কোন প্রতিষ্ঠান, পন্য বা সেবার প্রচারণা করে দেয়াকেই ফেসবুক মার্কেটিং করে। এটি আপনি নিজে বা কোন ফেসবুক মার্কেটারের মাধ্যমেও করতে পারেন। সহজ অর্থে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ই ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলে।

২০১৬ সালের জরিপ অনুস্বার ফেসবুকের মাসিক একটিভ ব্যবহার কারির সংখ্যা ১.৮৬ বিলিয়ন। প্রতিদিন ফেসবুক ইউজারের সংখ্যা ১.১৫ বিলিয়ন। মোবাইলে ফেসবুক ইউজ করে এমন ইউজারের সংখ্যা ১.৭৪ । ফেসবুকে প্রতিদিন ছবি আপলোড এর সংখ্যা ৩০০ মিলিয়ন। ফেসবুকে প্রতি ভিজিটরের এভারেজ টাইম স্পেন্ড ২০ মিনিট।  প্রতি মিনিটে ৫,১০,০০০ কমেন্টস, ২,৯৩,০০০ স্ট্যাটাস এবং ১,৩৬,০০০ ছবি আপলোড হয়ে থাকে। ফেসবুকে ১৬ মিলিয়ন লোকাল বিজনেস পেজ তৈরি করা হয়েছে। ৪২ % ব্যবসায়ী মনে করেন ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার। ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারীর মধ্য ৫০% ব্যবহারকারী ঘুম থেকে উঠেই ফেসবু ব্যবহার করে বা বলা যায় ফেসবুকে এসেই তাদের ঘুম ভাঙ্গে। এক প্রতিবেদনে বলা হয় ফেসবুক ব্যবহার কারি প্রতি বছর ১৭% হারে বাড়ে এবং এটি ক্রমাগত বেড়েই চলেছে।

একটু চিন্তা করুন ২০১৭ সালে ফেসবুকের একটিভ ব্যবহারকারী ১৮৬ কোটি । এখন আপনি নিজেই ভাবুন আপনি কেন ফেসবুক মার্কেটিং করবেন না।

টুইটার মার্কেটিং সার্ভিস

টুইটার ব্যবহারকারীর নিকট আপনার বিজ্ঞাপন পৌঁছে দেয়ার সিস্টেমকেই টুইটার মার্কেটিং বলে। এখনে আপনি অডিও, ভিডিও, টেক্সট এর মাধ্যমে আপনার প্রচার চালাতে পারেন বা একটা একটিভ প্রোফাইলের মাধ্যমেও আপনার প্রচার ও চালাতে পারেন। আপনি টেক্সট এর ক্ষেত্রে এখানে সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। টুইট বার্তা লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটারের মেইন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন তাছাড়াও, মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট আপডেট করার সুযোগ রয়েছে।

২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার বর্তমানে সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১০ সালের ৩১শে অক্টোবর টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলো। অন্যান্য পরিসংখ্যান অনুসারে একই সময়ে টুইটারের ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সদস্য ছিলো এবং দিনে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি টুইট বার্তা, এবং ৮ লাখ অনুসন্ধানের কাজ সম্পন্ন হতো। আবার ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী টুইটারের সদস্য সংখ্যা ৩১৯ মিলিয়ন। প্রতি ১ মিনিটে ৩,৫০,০০ টুইট হয়, প্রতি দিন ৫০০ মিলিয়ন টুইট হয় এবং বছরে ২০০ বিলিয়ন টুইট হয়। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়।

• টুইটারে আপনার নিজের নামে একটি ইউনিক ইউআরএল পাবেন।
• এতে আপনার ব্যবসায়ের ধরন বা পছন্দ অনুযায়ী প্রোফাইল ছবি, হেডার ছবি এবং ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন।
• আপনার ব্যবসায়ের ওয়েবসাইট যুক্ত করতে পারবেন সাইটটিতে, যা ব্যবহারকারীদের সরাসরি ভিজিট করার সুযোগ দেবে।
• আপনার ব্যবসায়িক ওয়েবসাইটে টুইটার এপিআই উইজেট ব্যবহার করতে পারবেন।
• হ্যাশট্যাগ, অ্যাট (@) ইত্যাদি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আপনার কাঙ্খিত ব্যাক্তি বা কমিউনিটির সঙ্গে যোগাযোগ সমন্বয় করতে পারেন।

ইউটিউব মার্কেটিং সার্ভিস

বর্তমান সময়ের অত্যান্ত গুরুত্বপূর্ণ মার্কেটিং মাধ্যম হল  ইউটুব মার্কেটিং। বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সবথেকে বেশী কার্যকারী মাধ্যম হল ইউটুব মার্কেটিং। ইন্টারনেট এর সহজলভ্যতা যত বেশী বৃদ্ধি পাচ্ছে তার সাথে ইউটুব মার্কেটিং এর কার্যকারিতা তত বৃদ্ধি পেতে থাকবে। আপনি খুব সহজে একটি ভিডিও ভাইরাল করার মাধ্যমে আপনি আপনার কোম্পানির বা ওয়েবসাইটের প্রচারও বাড়াতে পারবেন। ২০১৭ সালের হিসাব অনুসারে ইউটুব ব্যবহারকারীর সংখ্যা ১,৩০০,০০০,০০০। প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন ইউটুব ভিডিও দেখা হয়। প্রতিদিন ৩০ মিলিয়ন ভিজিটর আসে। এই এত ট্রাফিক এর কারনেই ইউটুব এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় মাধ্যম।

ইন্সটাগ্রাম মার্কেটিং সার্ভিস

বর্তমান সময়ের অন্যতম আরেকটি জনপ্রিয় ফোটো শেয়ারিং এর মাধ্যমের নাম ইন্সটাগ্রাম। বর্তমানে ৬০০  মিলিয়ন ইনিস্টাগ্রামের একটিভ ইউজার আছে।  প্রতিদিনের হিসাব অনুযায়ী ৪০০ মিলিয়ন একটিভ ইউজার আছে।  ১৫০ মিলিয়ন ইউজার তাদের স্টোরি প্রতিদিন ইন্সটাগ্রামে শেয়ার করে থাকে।  টোটাল ইন্টারনেট ইউজারের ২০% মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে। এত কিছুর পরেও আপনি কিভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং না করে বসে থাকবেন। আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং না করলে এই ২০% ইন্টারনেট ব্যবহারকারী আপনার এই বিজ্ঞাপনটি সম্পর্কে জানতেই পারবে না।

গুগল প্লাস মার্কেটিং সার্ভিস

প্রযুক্তি জায়ান্ট গুগলের সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাস। এতে ১০০ কোটির বেশি নিবন্ধিত ও নিয়মিত ৬০ কোটির অধিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে। গুগল অথরশিপ হওয়ার এটি অনলাইন মার্কেটিংয়ের একটি অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে। এই সাইটে কোনো কিছু শেয়ার করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসই) এর দিক থেকে অনেক সুবিধা দেয়। গুগল প্লাস থেকে আপনি কি সুবিধা পাবেন তা দেখে নেওয়া যাক।
• ব্যবহারকারীদের ব্র্যান্ড পেইজ তৈরি করার সুযোগ আছে।
• পেইজে কাস্টোমাইজড কাভার টেমপ্লেট ও থাম্বনেইল ব্যবহার করার সুযোগ আছে।
• কনট্যাক্ট, ওয়েবসাইট ও জিওগ্রাফিক্যাল লোকেশনসহ আপনার ব্যবসায়ের বিস্তারিত তথ্য এখানে যুক্ত করতে পারবেন।
• আপনার সার্কেলে থাকা মানুষগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সাজাতে পারবেন। পরবর্তীতে ঐ নির্দিষ্ট ক্যাটাগরির ব্যবহারকারীদের উদ্দেশ্য করে কনটেন্ট শেয়ার করতে পারেন।
• আপনার ব্র্যান্ডের জন্য একটি গুগল প্লাস পেইজ ইউনিক ইউআরএল পেতে পারেন।
• পেইজে বিভিন্ন ওয়েবমাস্টার ও এপিআই কনসোল সেবা পাবে, যা আপনার ব্র্যান্ড বা সেবাকে অন্যান্য অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন।

লিংকডইন মার্কেটিং সার্ভিস

প্রায় ২৮ কোটি ব্যবহারকারী নিয়ে লিংকডইন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এতে আপনার প্রফেশনাল প্রোফাইল তৈরি করার ও কমিউনিটি তৈরির সুযোগ পাবেন। লিংকডইনও আপনার পণ্য বা সেবার জন্য ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির সুযোগ সুবিধা দেয়। এই সাইট থেকে আপনি কি কি সুবিধা পাবেন –

 এখানে আপনার ব্র্যান্ডের জন্য গ্রুপ তৈরি ও সংযুক্তদের সঙ্গে তা প্রোমোট করতে পারবেন।
তৈরি করা ব্র্যান্ড গ্রুপকে নিজের মতো সাজাতে পারবেন।
 আপনার গ্রুপে যারা আছে তাদের মাধ্যমেই নতুন কানেকশনের সাজেশন পাবেন। যার মাধ্যমে আপনার নেটওয়ার্ক আরও বৃদ্ধি পাবে।
আপনার ব্যবসায়ের ধরণ অনুযায়ী সম্ভাব্য ক্লায়েন্ট খুজে নিতে পারবেন।
সহজে ইমেল কালেক্ট করে ই মেইল করতে পারবেন তাদের কাছে।

পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস

এটি বিশ্বের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া সোশ্যাল বুকমার্কিং সেবার সাইট। বর্তমানে প্রায় ৮ কোটি ব্যবহারকারী রয়েছে সাইটটির। ছবি ভিত্তিক এই ওয়েবসাইটটি আপনার পণ্য ও সেবার অনলাইন মার্কেটিংয়ে সবচেয়ে কাজে দিবে। এখানে আপনি যা যা সুবিধা পাবেন:
• এই নেটওয়ার্কে আপনার বিজনেস প্রোফাইল তৈরি করতে পারবেন।
• এটি আপনার ব্যবসায়ের নামানুসারে একটি পার্সোনালাইজড ইউজার নেম দেয়।
• এখানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করতে পারবেন। যেমন এই সাইটের সঙ্গে আপনার ফেইসবুক প্রোফাইল যুক্ত থাকলে আপনি যখনই কোনো ছবি পিন করবেন, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফেইসবুকে শেয়ার করে দিবে। আপনার একটি ওয়েবসাইট থাকলে এই সাইট থেকে ডুফলো ব্যাকলিংক পেতে পারেন।

 ===>>> আগামি পর্বে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যম সমূহ গুলোকে আলাদা আলাদা ভাবে বিস্তারিত লেখা প্রকাশ করা হবে,- ইংশা-আল্লাহ।
 ================আমাদের সাথেই থাকুন।

>>>>>>>>>>>>>>>>>>>>( Click here to my My Service list: )<<<
<<<<<<<<<<<<<<<<<<<

বিসমিল্লাহহির রহমানির রহীম।
++++++++++++++++++++++++

Social Media Marketing Related  - Helpfull  Review  by  Bn-teamitwork


আনলিমিটেড ইনকাম Social Media Marketing Helfull - Payment Proof

=======================
আজকের যেই সাইট -এ কজের আলোচনা করছি...... এইখান থেকে যে গুলো উপকৃত হবেন।
-------------------------------------------------------------------------------------------------------
👉এই সাইট -এ আনলিমিটেড ইনকাম করতে পারবেন।

👉 এই সাইট -এ ৫০% রেফারেল কমিশন নিতে পারবেন। (যত রেফার তত ইনকাম )
👉 এই সাইট -এ  join করার সাথে সাথে পাবেন ১০০ পয়েন্ট। এছাড়া প্রতিদিন ফ্রি ২০০ পয়েন্ট পাবার সুযোগ।
👉 এই সাইট -এ আপনি প্রতিদিন ২০০ পয়ন্ট ফ্রি পাবেন প্রতিদিন ১৫ হিট করলে আপনি পাবেন ৫০ পয়ন্ট আর ১০০ হিট করলে আপনি পাবেন ১৫০ পয়ন্ট এই হলো ২০০ পয়ন্ট।
.........
 )
👉এই সাইট -এ ২ ডলার হলেই ... Payza or Paypal এর মাদ্ধমেে ডলার নিতে পারববেন।


==>>আয় করা যায়? আমি বলব, হ্যাঁ ১০০% আয় করা যায় । আমি নিজে আয় করেছি। নিচে আমার payment proof screenshot দেখুন।


........
ট্রিক্স=> এর মাদ্ধমেে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
......
আপনার যত রেফার এবং সকল সোসিয়াল অ্যাকাাউন্ট থাকলে .. প্রচুর ইনকাম করতে পারবেন।
.......
==============>
বিবরণঃ==>>👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
==================================
👉এই সাইট -এ থেকে ==>>👇👇👇👇👇👇👇👇

👉আপনার=>>
👉। Youtube//ইউটোব=> Subscribe নিতে পরবেন........Video=> Like View... নিতে পরবেন।
👉। ফেসবুক=> ফলোয়ার নিতে পরবেন,,, পেইজ লাইক../. পোষ্টে লাইক.. নিতে পরবেন।
👉। টুইটার=> ফলোয়ার নিতে পরবেন.....পোষ্টে লাইক.. নিতে পরবেন।
+++++++++++++++++-----------------------+++++++++++++++++++
👉Facebook Page Likes , Facebook Followers ,
👉Youtube Videos Likes , Youtube Video Dislikes , Youtube Channel Subsribe , Youtube Views
👉 Stubmle Upon Followers ,
👉Twitter Follow , Twitter Tweet ,
👉Linkedin Shares ,
👉Website Traffic
👉👉👉এই গুলো করে ইনকাম করতে পারবেন।
-----------------👆👆👆👆👆👆👆👆-----এই গুলোও নিতেও পরবেন।
👉 উপরের সবগুলো এই সাইট সাইট থেকেই করাতে..//.. করতে পারবেন।
...................................

*Site..1..=>> 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

👉 এই সাইট -এ  join করার সাথে সাথে পাবেন ১০০ পয়েন্ট। এছাড়া প্রতিদিন ফ্রি ২০০ পয়েন্ট পাবার সুযোগ।
👉 এই সাইট -এ ৫০% রেফারেল কমিশন নিতে পারবেন। (যত রেফার তত ইনকাম )
👉 এই সাইট -এ (পয়েন্ট ভ্যালু 50+)
👉 এই সাইট -এ আপনি প্রতিদিন ২০০ পয়েন্ট ফ্রি পাবেন প্রতিদিন ১৫ হিট করলে আপনি পাবেন ৫০ পয়েন্ট আর ১০০ হিট করলে আপনি পাবেন ১৫০ পয়ন্ট এই হলো ২০০ পয়েন্ট 
👉এই সাইট -এ ২ ডলার হলেই ... Payza or Paypal এর মাদ্ধমেে ডলার নিতে পারববেন।

👇

*Site..2..==>> 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

👉 এই সাইট -এ প্রতিদিন ১৫ হিট করলে আপনি পাবেন ফ্রি  পয়েন্ট । 
👉 এই সাইট -এ আপনি প্রতি  ঘন্টাই ৩টি হিট করে Claim  করলে আপনি পাবেন ফ্রি ২৫ পয়েন্ট 
👉 এই সাইট -এ ১০% রেফারেল কমিশন নিতে পারবেন। (যত রেফার তত ইনকাম )
👉 এই সাইট -এ (পয়েন্ট ভ্যালু ১৫+)
👉 এই সাইট -এ ১.৫০ ডলার হলেই ... Payza, Paypal, or Bitcoin এর মাদ্ধমেে ডলার নিতে পারববেন।

=====দুইটি সাইটেই কাজ করার আমান্ত্রন রইলো=====

চলুন শুরু করা যাক,
👉এই সাইট - এ অ্যাকাাউন্ট করতে====>>> 👇👇👇👇👇👇👇👇

প্রথমে
*Site..1..=>> [এখানে কিল্ক করুন ]
*Site..2..=>> [এখানে কিল্ক করুন ]

নিচের মত একটি পেইজ আসবে।
এখানে username , password, email , referral এর বক্স এ evident24review এবং captcha number দিয়ে register বাটনে কিল্ক করুন । তারপর আপনার ইমেইল একটি confirmation link আসবে এই লিংক কিল্ক username এবং password দিয়ে লাইকপেন্টস একাউন্ট login করেন।

*********************
 অ্যাকাাউন্ট  login করুন । 

...................................................................................................................................................................
*Site..1..=>> 
*Site..2..==>>


EARN POINTS/MONEY তে মাউস পয়েন্ট রাখুন তারপর
👉Facebook Page Likes , Facebook Followers ,
👉Youtube Videos Likes , Youtube Video Dislikes , Youtube Channel Subsribe , Youtube Views
👉 Stubmle Upon Followers ,
👉Twitter Follow ,Twitter like, Twitter Tweet ,
👉Linkedin Shares ,
👉Website Traffic
============== এ ক্লিক করুন ।
👉👉👉এই গুলো করে ইনকাম করুন ।
...............................................................
*Site..1..=>>


*Site..2..==>>


👉👉👉👉👉👉=> Unlimited Aoto Income:==> EARN POINTS/MONEY তে মাউস পয়েন্ট রাখুন তারপর ... =>  Paid To Promote.. এ ক্লিক করুন ।

Paid To Promote=>> 👇👇👇

Link Copy করে........ Auto Traffic Excheange Site - Paid To Promote Link টি Submit করুন।

###Exemple Paid to Promote link: https://likesplanet.com/promote.php?ref=evident24review

Paid To Promote Link টিতে যত ভিজিটর আসবে....লাইকপেন্টস একাউন্ট-এ তত পয়েন্ট জমা হবে।
....................................................................................................................................................

Auto Traffic Excheange Site ....  এ রেজিস্টার করতে  [এখানে কিল্ক করুন ].......
........
Auto Traffic Excheange Site ... থেকে ডেইলি Unlimited+ Traffic Earn  করতে পারবেন।
============>
এই traffic থেকে  লাইকপেন্টস একাউন্ট-এ পয়েন্ট জমা হবে।
------------------------------------------------------------------------------------------------------------------
এই নিন ফ্রিতে লক্ষ লক্ষ ভিসিটর – How To Increase Website Traffic 

অনলাইনে আয়ের রয়েছে হাজার উপায়। কিন্তু তার মধ্যে একটি হল ব্লগিং করে আয়। ব্লগিং বলতে আমরা বুঝি কোন ওয়েবসাইট বা ব্লগ তৈরি যা থেকে আয় করা যায়। আসলে ব্লগ বা ওয়েবসাইট থেকে বিভিন্ন পদ্ধতিতে আয় করা সম্ভব।
কিন্তু
=> ভিসিটর না থাকলে কি আয় হবে ? হবে না। জন্য ব্লগ তৈরি করার পর SEO করতে হয় । অনেক দিন SEO করার পর হয়তো কিছু ভিসিটর মেলে ।
অনেক কষ্ট তাই না ?
আমি আজ আপনাদের দেখাব কিভাবে কনো কষ্টও না করে বেশি ভিসিটর পাওয়া যায় ।

সাইটে ভিসিটর নেওয়ার একটি পধতি হচ্ছে Traffic Exchange.

আপনি একজনের সাইট ভিসিট করলে অন্য একজন  আপনার সাইট ভিসিট করবে । এইরকম অনেক সাইট রয়েছে । কিন্তু এই পধতিওতো কষ্টের , তাই না? ..আরে কষ্ট লাঘব করার জন্য আমি আছি তো ।
 কোন কষ্ট হবে না
এই রকম পদ্ধতি গুলই আমি আপনাদের জানাব ।
 HitLeap – 

Free Traffic


HitLeap এই রকম একটি  সাইট যেখানে আপনি রেজিস্ট্রেশান করার পর একটি ফ্রি সার্ফ করার সফটওয়্যার পাবেন এবং ঐ সফটওয়্যার ইচ্ছা মত চালু  রেখে আপনি মিনিট আয় করতে পারবেন এবং ওই মিনিট অনুসারে ভিসিটির আপনার সাইটে নিতে পারবেন ।

 কি ভাবে কি করবেন- প্রথমে এই লিঙ্ক এ যান এবং রেজিস্ট্রেশান করুন।
 Sign UP করার পর লগিন করুন।
লগিন করে নিচের ছবির মত Traffic Exchange এ ক্লিক করুন
 এবং ”
Download HitLeap Viewer” এ ক্লিক করে ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং রান করান ও আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
“My website” এ ক্লিক করুন।
তারপর ” Submit website ” এ ক্লিক করুন এবং ওয়েবসাইট এর ঘরে আপনার ব্লগের লিঙ্ক টি পেস্ট করে “Submit” করুন।
আপনার সাইটের লোডিং টাইম অনুসারে সময় বারাতে অথবা কমাতে পারেন ।
তারপর Traffic Exchange এ ক্লিক করে নিচের ছবির মত ” Start” এ ক্লিক করুন।
কাজ শেষ।
এখন সফটওয়্যারটিকে মিনিমাইজ করে রাখুন।
আপনার মিনিট আয় শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে।
আপনি যত বেশি মিনিট আয় করতে পারবেন আপনি তত বেশি আপনার সাইটে নিতে পারবেন। আপনি চাইলে আপনার সাইটে CPM অ্যাড লাগিয়ে এই পদ্ধতিতে আয় করতে পারেন ।

এই Auto Traffic Exchange ...  আরো, সাইট পেতে
এন্ড---
কোন সমস্যা হলে কমেন্ট করুন ।
------------------------------------------------------------------------------------------------------------------

সো................

..................Unlimited  Earn  করুন............

............
না বুঝঝতে পারলে...........কমেন্ট করুন........................
=============
লাইকপেন্টস ==> এর আরো ট্রিক্স / টিউটোরিয়াল করা হবে..........।।

============আমাদের সাথেই থাকুন।  ধন্যবাদ।।।।।।

অনলাইনে টাকা আয় করুন Youtube Video দেখে Earnstations.com থেকে আর পেমেন্ট নিন বিকাশে Payment proof সহ দেখে নিন ৷


_____________________________________________________________________

আস্সালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি সাইটের টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের জন্য।
সাইটির নাম হচ্ছে: earnstations
প্রথমেই বলি রাখি আপনারা যদি আমার রেফার/Referral ID 15106401144040  দিয়ে জয়েন্ট করেন তাহলে আমি আপনাদের সকল টেনিং দিতে রাজি আছি। দয়া করে সম্পূন লেখাটি পড়বেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু ৷

আমরা অনেকেই হয়তো earnstations এ কাজ করা শুরু করে দিয়েছি বা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু ইনকাম করতে পারছি না একেবারেই। অনেকে আবার earnstations কাজ শুরু করব ভাবছি, কেউ আবার ভাবছি জগতে কত সাইটের নামতো শুনলাম, বেশির ভাগই স্ক্যাম করে চলে যায়। কিন্তু 1000% নিশ্চয়তা এই সাইটটিতে পাবেন। এই সাইট থেকেই আয় করার ইচ্ছা নিয়ে কাজ শুরু করুণ ইনশা অাল্লাহ আপনিও সফল হবেন। তবে এক্ষেত্রে একটু ভাল দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে।

কাজ না করলে শুধু শুধু একাউন্ট না করার জন্য অনুরোধ রইল।

Payment proof:








 এ কাজটির জন্য আপনার যা যা লাগবেঃ

১. কম্পিউটার/ল্যাপটপ/এন্ড্রোয়েড মোবাইল;
২. ইন্টারনেট সংযোগ (wifi/broadband) যারা wifi/broadband ব্যবহার করেন না তাদের কে বলি Account না করতে ,কারণ তারা 2 দিন কাজ করেই আর কাজ করতে চাই না ৷
৩. মোবাইলের জন্য Chrome ব্রাউজারটি ব্যবহার করতে হবে… ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজারই হবে ৷

01. earnstations কি ?

earnstations একটি আমেরিকান সাইট। বাংলাদেশে brand ambassador রয়েছে। সাইটা খুবই ভালো বেশি বেশি ইনকামের জন্য এই সাইট সবার সেরা। কাজ হলো ইউটিউব ভিডিও দেখা।earnstations হচ্ছে Video দেখার মাধ্যমে আয় করা সাইট 2017 সালের প্রথম আসে এবং অনেকদিন থাকবে ৷অনেকেই বলে যতদিন youtube আছে ততদিন earnstations আছে। Lifetime grunted site.

 02.earnstations এ কি ভাবে account করবেন ?

a) প্রথমে এই খানে ক্লিক করুন https://www.earnstations.com

b) এমন একটি পেজ আসবে সব গুলো ঠিক ভাবে পূরন করুন ৷

 (First Name, Last Name,Phone,Email,Password,Referral ID 15106401144040  ,Country)দিয়ে Register এ ক্লিক করবেন।

 বি:দ্র :Referral ID অবশ্যই দিতে হবে তাছাড়া Account Register হবে না ৷সতর্কতা রেফার/Referral ID 15106401144040  ভুল হলে account Open হবে না ।

 c ) তারপর Email Verify করবেন Email এ ঢুকে Earnstations থেকে একটা Mail দেখতে পাবেন Inbox এ অথবা Spam Folder এ, mail এ ঢুকে একটা link দেখতে পাবেন, ওটায় ক্লিক করলেই email verify হয়ে যাবে ।

d ) Email verify হয়ে গেলে সরাসরি earnstations এ আপনার account এ লগিন হয়ে যাবে।

earnstations এর account $20 ডলার দিয়ে active করতে হয়।আপনি কাজ করে ডলার income করেও account active করতে পারবেন,তা যদি না পারেন ১০ দিনে $20 ডলার করতে তাহলে আপনি যার রেফারে জয়েন্ট করেছেন তার থেকে Active করে নিতে পারেন অথবা earnstations এ Top Up Option পাবেন ওখান থেকেও Active করতে পারেন। অনেকে এই $20 ডলার দিয়ে Active করতে চাই না ভয় পায় মেরে দিবে বলে, কিন্তু আমি বলি একবার শুধু আইডি Active করে দেখেন আপনার প্রতিদিন ১-৫ ডলার ইনকাম আসবে।

বি:দ্র: ফ্রি তে Account Active করতে পারেন ৷

অনেকে আবার টাকা দিয়ে Account Active করতে চাইনা, তাদের কে বলবো আপনারা ফ্রি তে Account Active করতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে ৪টি রেফার বানিয়ে নিন। তাহলে ১০ দিনে আপনার ১০ ডলার + ১০ টি রেফর হতে ১০ দিনে ১০ ডলার ১০+১০=২০ ডলার। এভাবে Account Active করতে পারেন ফ্রি তে।

 03:earnstations এ কি ভাবে কাজ করবেন ?

earnstation এ Login করার পরে দেখুন Watch Video এখানে ২০+ ভিডিও পবেন। সেগুলোতে ক্লিক করলে  player Ready আসবে এইটা তে ক্লিক করে  প্রতিটি ভিডিও ২০০ সেকেন্ড বা তিন মিনট করে দেখলেই হবে।তারপর নিচে Click এ ক্লিক করলে Youtube এ নিয়ে যাবে তারপর Video টি like, Comment and Share করতে হয় যে কোন জায়গাতে Share করা যায় এর জন্য চাইলে একটি Fake facebook id খুলে নিতে পারেন। আর প্রতিটি ভিডিওর জন্য ০.০৫ ডলার তাহলে দেখুন ২০ টা ভিডিও দেখলে ০.০৫*২০=১ ডলার নিজের ইনকাম, এছাড়া আপনার যত রেফার থাকবে ততো ইনকাম হবে. অংকটা দেখুন ধরুন আপনার ১০জন রেফার আছে তারা প্রতিদিন ১ ডলার ইনকাম করে তাহলে আপনাকে কমিশন দিবে কোম্পানি ১০% অথাৎ ১ জন রেফার ১ ডলার ইনকাম করলে আপনি পাবেন ০.১ ডলার। তাহরে দেখুন ১০ জন রেফার হলেই আপনার আরো ১ ডলার ইনকাম হচ্ছে + নিজের ১ ডলার = ২ ডলার প্রতিদিন। এবাবে যত রেফার বানাবেন ততো ইনকাম হবে।এছাড়া কিছু দিনের মধ্যেই ৪০ টি ভিডিও দিবে তা হতে প্রতিদিন নিজের ইনকাম হবে দিনে ২ ডলার + রেফার ইনকাম।

 সুবিধাসমূহ:

1.withdraw দেয়ার 72 ঘন্টার মধ্যে টাকা Paid করা হয়।(Bkash, Bank, Payoneer, Paypal) মাধ্যমে টাকা উঠানো যায় ৷

2.server অত্যন্ত ভালো ও very high speed.
3. মাত্র ১০০ ডলার হলেই withdraw করা যায়।

4. Live Support ব্যবস্থায় সরাসরি সমস্যার সমাধান পাওয়া যায়।
5. এছাড়া কোম্পানির Support ব্যবস্থা অত্যন্ত কার্যকর।

Earnstations এ সর্বনিম্ন $৫০ ডলার Withdraw দিতে হয়, এ জন্য অনেকে মনে করেন $৫০ ডলার withdraw দেয় তাহলে হয়তো সাইট টি ভুয়া কিন্তু না সাইট টি ভুয়া না। সাইটিতে অনেক ইনকাম এজন্য সাইটির মালিক সর্বনিম্ন $৫০ ডলার withdraw ব্যবস্থা করেছেন।নিজেই দেখুন কয়েক মাসে কত ডলার earnststions পেমেন্ট করেছে,অন্য সাইট এতো পেমেন্ট করেছে আমার জানা নাই। চাইলে সবাই কাজ করতে পারেন সাইট টি অনেক দিন থাকবে।100% trusted site তাছাড়া আপনি যদি কয়েকটা রেফার বানাতে পারেন $৫০ ডলার হতে ১৫ দিন লাগবে মাসে দুইবার পেমেন্ট নিতে পারবেন এভাবে।


আপনাদের আমি বলবো আপনারা এই সাইটে কাজ করুন কিছু দিনের মধ্যেই আয় করতে পারবেন অনেক এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন।যারা earmstations এ কাজ করতে চান আমি বলবো তারা কাজটি করতে পারেন। আমি এক সময় মনে করতাম earnstations হয়তো Scam সাইট এজন্য আমি Account করিনাই কিন্তু আমার এই ভুল ধারনা পাল্টে যায়। যখন দেখি আমার এক বড় ভাই Earnstations. থেকে Payment নিয়েছে। তখন আমি পাঁচ মিনিটও দেরি না করে Earnstations এ Account করি।

সাইটের শর্তাবলি ঃ
১। আপনি একটা ডিভাইস থেকে ১ টাই একাউন্ট খুলতে পারবেন। যদি অনেকগুলো একাউন্ট একসাথে খুলেন তাহলে আপনাকে ব্যান করে দিবে।
২। আপনার রেফারেল দিয়ে যতজন কে ইচ্ছা একাউন্ট ওপেন করান।
৩। আপনার রেফার যত বেশী হবে তত তাড়াতাড়ি একাউন্টে টাকা জমাতে পারবেন এবং উইথড্র করতে পারবেন।
৪। আপনার আইডি থেকে নূন্যতম তিন জনকে আইডি একটিভ করে দিতে হবে আপনার একাউন্ট একটিভ হওয়ার পরে, না হলে টাকা উইথড্র করতে পারবেন না।
৫। টাকা উইথড্র করার জন্য আপনাকে নুন্যতম $৫০ ডলার আর্ন করতে হবে।

ধন্যবাদ সবাইকে আমার গ্রুপে জয়েন করেন আমার সাথে কাজ করার জন্য।

আপনারা আমার থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার রেফার/Referral ID 15106401144040  দিয়ে Account করবেন, তাতে আমার কিছু লাভ হবে এজন্য আমি আপনাদের কাছে কৃতগ্য থাকবো। 

আপনাদের প্রয়োজনে আমি সবসময় সাহায্য করব।

আরো বিস্তারিত জানতে নিচে Comment করুণ।

**********************************************

বি:দ্র: ফ্রি তে Account Active করতে  /// ফ্রি তে Unlimted  টাকা আয় করতে ///  অবশ্যই আমার রেফার/Referral ID 15106401144040  দিয়ে Account করে ,,,,,,,,, আপনার G-Mail ID..Comment করুণ।

ফ্রি Tricks/Tips দেওয়া হবে।

Free Internet for DroidVPN , ISP: Grameenphone ,Banglalink, Airtel, Robi, etc Bangla Full Tutorial..



Droid VPN একটি অ্যাপ/Software

এটি একটি অ্যাপ্লিকেশন যা অ্যান্ড্রয়েড  এবং কম্পীউটার ডিভাইসে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।
Droid VPN  প্রধানত ফ্রি ইন্টারনেট এর জন্য ব্যবহৃত হয় কারণ বেশিরভাগ ইউডিপি প্রোটোকল / UDP protocol যেমন  ISP: Grameenphone , Banglalink         , Airtel ,  Robi , etc  বিনামূল্যে ইন্টারনেট/Free Internet Tricks এবং অন্যান্য সমস্ত নেটওয়ার্কে ফ্রি ইন্টারনেট কৌশলের কাজ করে যা ইউডিপি/UDP এবং টিসিপি/TCP ব্যবহার করে।

বিনামূল্যে ইন্টারনেট কৌশলের পাশাপাশি, এটি আমাদের আইএসপি/ISP দ্বারা বা আমাদের স্কুল / কলেজ কর্তৃক অবরোধের/blocked যে কোনও ওয়েবসাইটকে অবরোধ/unblock  করতে ব্যবহার করা হয়। ফেসবুক এবং ইউটিউব বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ব্লক/block করা অবস্থায় দেখায় কিভাবে আপনি তাদের খুলতে/ unblock পারেন। আপনি কেবল আপনার ডিভাইসে droid vpn অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন এবং এই সাইটটি অবরোধমুক্ত/ unblock করতে পারেন। এটি আপনার প্রক্সি সার্ভারে সংযোগ করে এবং আপনার গোপনীয়তা রক্ষা করে আপনাকে বেনামী/ anonymous করে এবং ইন্টারনেটে এনক্রিপ্ট/ encrypts করে।

Droid VPN কি?

একটি ভিপিএন/vpn (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) এমন একটি নেটওয়ার্ক যা ডাটা বিনিময় জন্য এক বা একাধিক ডিভাইসের মধ্যে সুরক্ষিত সংযোগগুলি প্রদান করতে ইন্টারনেট ব্যবহার করতে পারে। একটি ভিপিএন বিভিন্ন ডিভাইসের মধ্যে একটি "টানেল/ tunnel " হিসাবে কাজ করে এবং টানেলের/ tunnel মাধ্যমে প্রেরণ করা তথ্য নিরাপত্তার একটি পদ্ধতি হিসাবে এনক্রিপ্ট/ encrypted করা যেতে পারে যাতে টানেলের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তা আইএসপি/ ISP দ্বারা পড়তে পারে না। প্রায়শই, ভিপিএনগুলি একটি কোম্পানির প্রধান অফিসের সাথে তার স্যাটেলাইট অফিস বা তার ক্ষেত্রের এজেন্টগুলির সাথে সংযোগ স্থাপন করতে ব্যবহৃত হয়।

Features of This Trick:


  • Ø  High Speed with the premium proxy server.
  • Ø  No data limit ( unlimited data with premium user ).
  • Ø  Unlimited uses (200 Mb Daily only Free User).
  • Ø  No Data Pack Needed.
  • Ø  No Disconnection Issues.
  • Ø  Working In All Over countries.
  • Ø  No Sim Blockage Issues.
  • Ø  Stay anonymous and more secure.
  • Ø  Use free internet tricks.

বৈশিষ্ট্য:


  • Ø  প্রিমিয়াম প্রক্সি সার্ভারের সাথে উচ্চ গতি
  • Ø  সীমাহীন ডাটা (প্রিমিয়াম ব্যবহারকারী দের জন্য)
  • Ø  আনলিমিটেড ব্যবহার (200 Mb দৈনিক শুধুমাত্র ফ্রি ব্যবহারকারী দের জন্য)
  • Ø  কোন ডাটা প্যাক প্রয়োজন নেই।
  • Ø  কোন সংযোগ বিচ্ছিন্ন সমস্যা নেই।
  • Ø  সমস্ত দেশগুলিতে কাজ করে
  • Ø  কোন সিম অবরোধমূলক/ blocked সমস্যা নেই।
  • Ø  বেনামী এবং আরো নিরাপদ থাকুন
  • Ø  ফ্রি ইন্টারনেট ট্রিকস ব্যবহার করুন

Requirements for This Trick:


  • Ø  2G/3G Enabled Sim
  • Ø  Droid VPN App
  • Ø  Android Mobile or Computer/Leptop

এই ট্রিক জন্য প্রয়োজনীয়তা:


  • Ø  2 জি / 3 জি সক্রিয় সিম
  • Ø   Droid ভিপিএন অ্যাপ
  • Ø   অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার / লেপটপ...

Conditions For Use This Trick:


  • Ø  Working At 0 BAL. And Without Data Pack

এই ট্রিক ব্যবহার শর্তাবলী:


  • Ø  At 0 ঘণ্টায় কাজ করা এবং ডাটা প্যাক ছাড়া

Steps for Use This Trick:

একটি ফাইল ডাউনলোড  করার পর , অন্য  ফাইলটি ডাউনলোড  করার আগে আপনার ব্রাউজারের কুকিজ,ইতিহাস গুলো ক্লিয়ার করুন। এবং ইন্টারনেট ডাটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে তারপর অন্য ফাইলটি ডাউনলোড করবেন।


  • ü  Firstly Download DroidVPN and Install Your App… 
(After downloading a file, clear your browser's cookies, history before downloading another file. Disconnect the internet data and connect again and then download another file.)
[⤵⤵⤵Android DroidVPN Apk⤵⤵⤵]

উপরের যে কোন লিংক থেকে DroidVPN টি ডাওনলোড করুন।


[⤵⤵⤵PC/Leptop/Computer DroidVPN Software⤵⤵⤵]




উপরের যে কোন লিংক থেকে DroidVPN টি ডাওনলোড করুন।


  1. Ø     Next Step

  • ü  SignUp Tutorial  for DroidVPN Account , Steps for Use This PDF File Download now.Click Here—>

 (After downloading a file, clear your browser's cookies, history before downloading another file. Disconnect the internet data and connect again and then download another file.)

Ø Click Here toDownload SignUp Tutorial  link. 1..

Ø Click Here toDownload SignUp Tutorial  link. 2..

Ø Click Here toDownload SignUp Tutorial  link. 3..

Ø Click Here toDownload SignUp Tutorial  link. 4..

Ø Click Here toDownload SignUp Tutorial  link. 5..

উপরের যে কোন লিংক থেকে File টি ডাওনলোড করুন।

 



প্রথমে DroidVPN ডাউনলোড করুন এবং আপনার অ্যাপটি ইনস্টল করুন

পরবর্তী পর্ব
DroidVPN অ্যাকাউন্টের জন্য সাইনআপ টিউটোরিয়াল, এই পিডিএফ ফাইল ব্যবহার করার জন্য ধাপ এখন ডাউনলোড করুন। এখানে ক্লিক করুন->


⬇⬇Free Internet ..Setting PDF File..⬇⬇

Now UDP,TCP, port setting set Steps for Use This File Download now.

(After downloading a file, clear your browser's cookies, history before downloading another file. Disconnect the internet data and connect again and then download another file.)

[Updated] free Net || Droid VPN Android Full Setting ISP: Grameenphone ,Banglalink, Airtel, Robi, etc  With Screenahot Tutorial..

Ø Click Here toDownload Free Internet Android Setting link. 1..

Ø Click Here to DownloadFree Internet Android Setting link. 2..

Ø Click Here to DownloadFree Internet Android Setting link. 3..

Ø Click Here to DownloadFree Internet Android Setting link. 4..

Ø Click Here to DownloadFree Internet Android Setting link. 5..

উপরের যে কোন লিংক থেকে File টি ডাওনলোড করুন।

(After downloading a file, clear your browser's cookies, history before downloading another file. Disconnect the internet data and connect again and then download another file.)

 

[Updated] free Net || Droid VPN PC/Leptop/Computer Full Setting ISP: Grameenphone ,Banglalink, Airtel, Robi, etc  With Screenahot Tutorial..

Ø Click Here toDownload Free Internet PC/Leptop Setting link. 1..

Ø Click Here to DownloadFree Internet PC/Leptop Setting link. 2..

Ø Click Here to DownloadFree Internet PC/Leptop Setting link. 3..

Ø Click Here to DownloadFree Internet PC/Leptop Setting link. 4..

Ø Click Here to DownloadFree Internet PC/Leptop Setting link. 5..

উপরের যে কোন লিংক থেকে File টি ডাওনলোড করুন।

(After downloading a file, clear your browser's cookies, history before downloading another file. Disconnect the internet data and connect again and then download another file.)


vNow Enjoy Free Internet In Your Android/PC.


*      If you have any problem then ask me in comment box.
*       
 এখন আপনার অ্যান্ড্রয়েড / পিসি বিনামূল্যে ইন্টারনেট উপভোগ করুন


যদি আপনার কোন সমস্যা থাকে তাহলে আমাকে মন্তব্য বাক্সে জিজ্ঞাসা করুন।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget
লাইক এবং ম্যাসেজ করুন
×
_

নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।